Khoborerchokh logo

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক 96 0

Khoborerchokh logo

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমান।
 বুধবার (১৪ এপ্রিল) এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যু বাঙালির জাতীয় জীবনে একঅপূরণীয় ক্ষতি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে তাঁর গবেষণা ছিল অসামান্য। একইসাথে বাংলা সাহিত্যে বিশেষ করে ফোকলোরগবেষণায় তিনি ছিলেন অনন্য। শামসুজ্জামান খান বঙ্গবন্ধু পরিবার বিশেষ করে তাঁর দু’কন্যার অত্যন্তআপনজন ছিলেন।অধ্যাপক খানের মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্যও অপুরণীয় ক্ষতি।উপাচার্য বলেন, ‘অধ্যাপক শামসুজ্জামান ছিলেন আমার খুবই আপনজন এবং অভিভাবকতুল্য। তাঁর মতো মার্জিত,স্বল্পভাষীএবং রুচিবান মানুষ আমাদের সমাজে খুবই বিরল। তিনি জীবনব্যাপী বঙ্গবন্ধু ও মক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন অবিচলআস্থাশীল মানুষ হিসেবেই নিজেকে ব্যাপৃত রেখেছেন।’উপাচার্য বলেন, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান দেশের লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্যগবেষক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। তিনি সফলভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবংবাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। একুশে পদকসহ সর্বোচ্চ রাষ্ট্রীয়সম্মান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান তাঁর সৃজনশীল কাজের জন্য সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’উপাচার্য বিশিষ্ট এই ফোকলোর গবেষকের প্রয়াণে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরসমবেদনা জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com